স্বপ্ন

আমার কিছু ইচ্ছা, কিছু স্বপ্ন সব সময় আমাকে নাড়া দেয়। ইচ্ছাগুলো পুরণ করা অনেকের জন্য খুব বেশি কঠিন না, কিন্তু আমার জন্য কঠিনই মনে হয়। অনেক টাকা পয়সা, ভালো খাওয়া, অনেক শপিং করা এগুলো কোন দিনও আমাকে টানে না। আমার একটা ইচ্ছা আমি বাংলাদেশের সবগুলো গ্রাম ঘুরে ঘুরে দেখবো। অনেকে হাসে, বলে মানুষ দেশের বাইরে ঘুরার স্বপ্ন দেখে, আর তুই বাংলাদেশ! কিন্তু আমার মনে হয় না এমন কেউ আছে, যে মৃত্যুর আগে নিজের দেশের প্রত্যকটা আনাচ কানাচ ঘুরে দেখেছে। আমার খুব ইচ্ছা স্বপ্নটা পূরন করার। জানি স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমার আরেকটা ইচ্ছা হলো কোন একটা পাহাড়ে একটা ঘর থাকবে, তার আশে পাশে সব ধরণের ফল বাগান থাকবে, অনেক ফুলের বাগান থাকবে, অনেক পশু পাখি থাকবে, একটা বড় পুকুর থাকবে, আর ওই ঘরটায় আমি থাকবো। ঘুম থেকে উঠেই যেন দেখি অনেক পাখি, অনেক ফুল ফুটে আছে , একটা শান্তি লাগা কাজ করবে। আরেকটা স্বপ্ন হলো কোন একটা সাগর পাড়ে একটা ছোট টং থাকবে। ওখানে আমার পুরো জিবন কাটিয়ে দিব, সারা দিন রাত ওই সাগরের কল কল ধ্বনি শুনে, তাকে দেখে কাটিয়ে দিব। সেখানে কোন হিংসা, মারামারি, হানাহানি কিছু থাকবে না।

Leave a Comment